https://channelgbangla.com
বোরখা পরে পরীক্ষা দিতে এসেছিলেন। কিন্তু দুই ছাত্রীকে পরীক্ষায় বসার অনুমতি দিল না কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে সেই কর্ণাটকের উদুপিতে। কলেজ কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, আদালতের নির্দেশ মানতেই হবে। শেষে পরীক্ষা না দিয়েই কলেজ ছেড়ে বেরিয়ে যান দুই মুসলিম ছাত্রী।
কর্ণাটকে দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা চলছে। উদুপির বিদ্যাদয় পিইউ কলেজে সিট পড়েছিল আলিয়া আসাদি এবং রেশামের। জানা গিয়েছে, এই দুই পড়ুয়া প্রথমে ক্লাসে ঢুকে হিজাব পরে পরীক্ষা দিতে দেওয়ার আবেদন জানান। কিন্তু তাদের সাফ জানিয়ে দেওয়া হয় যে, তারা হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না।
এরপর প্রায় ৪৫ মিনিটে ধরে পরিদর্শক এবং কলেজের অধ্যক্ষকে অনুরোধ করেন, যাতে তাদের হিজাব পরেই পরীক্ষা দিতে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের নিষেধাজ্ঞা মেনেই এই দুই ছাত্রীকে অনুমতি দেওয়া হবে না বলে কলেজ কর্তৃপক্ষ জানান। শেষ পর্যন্ত অনুমতি না মেলায় ওই দুই ছাত্রী কলেজ চত্বর ছেড়ে চলে যান বলেও জানা গিয়েছে।
গত ১৫ মার্চ কর্নাটক হাইকোর্ট রায় দেয়, হিজাব পরে কাউকে ক্লাসরুমে ঢুকতে দেওয়া হবে না। কারণ হিজাব ইসলামের অত্যাবশ্যকীয় অঙ্গ নয়। শিক্ষায়তনে সকলেরই পোশাক বিধি মেনে চলা উচিত। রাজ্যের শিক্ষামন্ত্রী বি সি নাগেশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হিজাব পরে কেউ পরীক্ষা দিতে পারবেন না। ১৭ বছর বয়সী আলিয়া আসাদি গত সপ্তাহে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের কাছে আবেদন জানিয়েছিলেন, তাঁদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, সেজন্য তিনি যেন উদ্যোগ নেন। কিন্তু কাজ হয়নি।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply