https://channelgbangla.com
অধস্তন আদালতের বিচারকদের জন্য প্রবর্তন করা হচ্ছে প্রধান বিচারপতি পদক। এ বিষয়ে নীতিমালা প্রণয়ন এবং বাছাই কার্যক্রম পরিচালনার জন্য ৬ সদস্যের একটি জাজেস কমিটি গঠন করা হয়েছে। গতকাল এ কমিটি গঠন করার কথা জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, অধস্তন আদালতের দক্ষ ও সেরা বিচারকদের জন্য প্রবর্তন করা হচ্ছে প্রধান বিচারপতি পদক। চলতি বছর থেকেই এ পদক দেয়া হবে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনকে। সদস্য করা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর এবং বিচারপতি মো. আখতারুজ্জামান।
গত ২রা এপ্রিল এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছিলেন, আমি প্রধান বিচারপতি হয়ে খোঁজখবর নিয়ে জেনেছি, আমাদের দেশে অধিকাংশ জুডিশিয়াল কর্মকর্তাই সৎ, মাত্র হাতে গোনা কয়েকজন অসৎ কর্মকর্তার জন্য জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হয়। তাদের শনাক্ত করবো।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply