https://channelgbangla.com
সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৮:৩১ অপরাহ্ন

২০ বছর পর আবারও বেন অ্যাফ্লেক-জেনিফার লোপেজের বাগদান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
16

২০ বছর আগে প্রথমবারের মতো বাগদান সেরেছিলেন তারা। ২০০২ সালের সেই বাগদানের পর বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তারা। তবে বিয়ে করার বদলে তারা ঘোষণা দিয়েছিলেন বিচ্ছেদের।

বিচ্ছেদের পর জেনিফার ও বেন দু’জনেই আলাদা আলাদা সঙ্গীকে বিয়ে করেছেন। দু’জনেরই সংসার ভেঙেছে। আবারও এক হয়েছেন বেনিফার। সম্প্রতি দ্বিতীয়বারের মতো বাগদান সেরেছেন হলিউডের আলোচিত বেনিফার জুটি। খবর পিপল সাময়িকীর।

গত বছর নিজের জন্মদিনে সাবেক প্রেমিক হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে ফের সম্পর্কে জড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন জেনিফার। ভেনিস চলচ্চিত্র উৎসব, মেট গালা, ‌‘মেরি মি’ ছবির প্রিমিয়ারে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা।

 

জেনিফার লোপেজের প্রতিনিধি পিপল সাময়িকীকে বাগদানের সত্যতা নিশ্চিত করেছেন। পিপল জানিয়েছে, জেনিফারের হাতে বড় আকারের সবুজ রঙের হীরার আংটি দেখা গেছে।

জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর