https://channelgbangla.com
বরিশালে গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ট্রলারে থাকা মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩ জন জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীর লালখাড়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মায়ানুর বেগম ও তার মেয়ে নাসরিন বেগম। তারা ওই এলাকার বাসিন্দা।
এ দুর্ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌ ও থানা পুলিশ।
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল সাড়ে ১০টার দিকে ৮ জন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়ায় যাচ্ছিল। পথে গজারিয়া পৌঁছালে নদী উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায় ট্রলারটি। ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্টগার্ডের টিম এসে তাদের উদ্ধার করে।
এ সময় ট্রলারের যাত্রী মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। এ ছাড়া ৩ জন জীবিত উদ্ধার হলেও এখনো ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তা তৌহিদুজ্জামান আরও জানান, নিহত মা ও মেয়ের মরদেহ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply