https://channelgbangla.com
নির্বাচন এগিয়ে আসায় আওয়ামী লীগ এখন পশ্চিমা বিশ্বের দেশগুলোতে দৌড়ঝাঁপ শুরু করেছে। এছাড়া ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৫০ বছরে এখনও মানুষের মৌলিক চাহিদাও পূরণ হয়নি। সরকারের অপকর্ম প্রকাশ পাওয়ায় তারা এখন যুক্তরাষ্ট্রের কাছে দৌড়ঝাঁপ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলছে, বিএনপিকে নির্বাচনে আনতে চেষ্টা করেন, আমাদের সাহায্য করেন। একদিকে স্যাঙ্কশন পড়েছে অন্যদিকে যেসব অপকর্ম করেছে তা বিশ্ববাসীর কাছে প্রকাশ হয়ে পড়েছে।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান
Leave a Reply