https://channelgbangla.com
প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের ভাগ্য নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় পরিষদের অধিবেশন চলছে। অধিবেশনটি প্রথমে সকাল সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা আধা ঘণ্টা পিছিয়ে শুরু হয়।
ডন ও এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এদিকে অনাস্থা প্রস্তাবে ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে পাকিস্তানের ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
স্থানীয় জেলা প্রশাসনের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরেও।
এদিকে, পাকিস্তানের পাঞ্জাবের নতুন গভর্নর হিসেবে উমর সরফরাজ চিমাকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে চৌধুরী মোহম্মদ সারোয়ারকে ওই পদ থেকে সরিয়ে দেয় ইমরান খানের সরকার।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply