https://channelgbangla.com
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাছেরদাইড় এলাকায় মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুই নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাছেরদাইড় জামে মসজিদের ঈমামের বেতন ও মসজিদ উন্নয়নের অর্থ উত্তোলনের জন্য গ্রামের এক কিশোরকে দায়িত্ব দেন ক্যাশিয়ার আশকার আলী। এ নিয়ে মসজিদ কমিটির সভাপতি শহিদুল্লার সাথে বাকবিতণ্ডা হয় আশকার আলীর।
এরই জের ধরে সোমবার বিকালে উভয়পক্ষের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাধারণ মুসুল্লি ও নারীসহ ১২ জন গুরুতর আহত হন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply