https://channelgbangla.com
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১৪তম দিন আজ। আর এই যুদ্ধের মধ্যে ইউক্রেনের ১২ বছরের আলেকজান্দ্রা এবং তার সঙ্গে থাকা ছয় বছর বয়সি ছোট বোন এসিয়ার একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
মাকে বিদায় জানানোর সময় বাসের কাচের জানালা যেন ঠাণ্ডার পাশাপাশি ঝাপসা হয়ে গেছে এসিয়ার চোখের পানিতে৷ মাকে ছেড়ে যেতে কেঁদে ভাসাচ্ছে শিশুটি।
ইউক্রেনের বন্দর শহর ওডেসাতেই রয়ে গেলেন তাদের মা, ইরিনা৷ যুদ্ধবিধ্বস্ত শহর থেকে মেয়েদের পাঠিয়ে দিলেন নিরাপদ আশ্রয়ে৷ খবর আইনিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, আলেকজান্দ্রা-এসিয়ার আর্তনাদের ছবি কেড়েছে নেটিজেনদের মন৷ অবশ্য এ ছবি প্রতীক মাত্র৷ রুশ আক্রমণের হাত থেকে বাঁচতে ইহুদি সম্প্রদায়ের অসংখ্য মানুষ বাসে করে চলে গেছেন নিরাপদ আশ্রয়ে৷
পরিসংখ্যান থেকে জানা যায়, এখনও পর্যন্ত এক দশমিক ৭ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় পালিয়েছেন মধ্য ইউরোপে৷ তাদের মধ্যে অধিকাংশই নারী-শিশু৷ কারণ প্রাপ্তবয়স্করা থেকে গেছেন ইউক্রেনে, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে৷
ইউরোপের মধ্যে পোল্যান্ড সব থেকে বেশি ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় দিয়েছে৷ গত ২৪ ফেব্রুয়ারির পর পোল্যান্ডে ইউক্রেন থেকে আসা শরণার্থীর সংখ্যা প্রায় ১ মিলিয়ন৷ তাদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু৷ পরিবারের পুরুষরা রয়ে গেছেন ইউক্রেনে, যুদ্ধে শামিল হওয়ার উদ্দেশে৷
ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের ধারণা, যদি এই রুশ হানা চলতেই থাকে, তা হলে ইউক্রেন ছেড়ে পালানো শরণার্থীর সংখ্যা হবে ৫ মিলিয়ন৷ শুধু মধ্য ইউরোপই নয়; ইউক্রেনীয় শরণার্থীদের অনেকেই পৌঁছে গেছেন বেলজিয়াম, জার্মানির মতো পশ্চিম ইউরোপীয় দেশগুলোতেও৷
মধ্য ইউরোপের দেশ পোল্যান্ড সহমর্মিতার চোখেই দেখছে ইউক্রেনের শরণার্থী সমস্যাকে৷ ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী শহর প্রজেমাইসলে সব থেকে বেশি শরণার্থীর ঢেউ৷ তবে শহরের প্রশাসন ব্যবস্থা নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের৷ বিশেষ ব্যবস্থা করা হয়েছে শিশুদের জন্য৷
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply