https://channelgbangla.com
বর্তমান সময়ে নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের বাজারের কারনে সাধারন মানুষের নাভীশ্বাস অবস্হায় ভোজ্য তেলের সংকট বাড়ছে পাড়া মহল্লার দোকানগুলোতে। বংশাল,সুরিটোলা কাপ্তান বাজার,রায়সাহেব বাজার সহ অত্র এলাকার মহল্লার মুদিদোকান গুলোতে সরেজমিন ঘোরে দেখা যায়,কিছু অসাধু ব্যাবসায়ী অধিক মোনাফার লোভে দোকানের তেল সব অন্যত্র সরিয়ে সাধারন মানুষকে বলে বাজারে তেল নেই,বোতল জাত তেল খোলা তেল বলে বিক্রি করছে প্রতি লিটার দুইশত থেকে দুইশত বিশ টাকা পর্যন্ত।
সাধারন মানুষ গুলোও নিরুপায় হয়ে দোকানিদের কাছে জিম্মি হয়ে সেই দামে-ই কিনে নিচ্ছেন সোয়াবিন তেল। এই পরিস্থিতিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা বলেন,যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হবে শুনেছে,তখন থেকেই অনেক দোকানে তেল সংকট।আবার কোন কোন দোকানে তেল থাকলেও বলে তেল খুবই কম আছে,আপনি পরিচিত মানুষ তাই আপনি নিতে পারবেন তবে দুইশত টাকা লাগবে।
এমতাবস্হায় সাধারন মানুষকে জিম্মিদশা থেকে মুক্তি দিতে অতিদ্রুত এসকল অসাধু ব্যাবসায়ীদের গোডাউন,বাসাবাড়ী সহ দোকান তল্লাসি করে লোকানো তেল বের করে এদেরকে জরিমানার আওতায় এনে বাজার মনিটরিং করার সবিনয় অনুরোধ জানিয়েছেন ভোক্তভোগি ক্রেতাসাধারন।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply