https://channelgbangla.com
নিজেদের দ্বিতীয় সামরিক স্যাটেলাইট সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে ইরান। ‘নূর-২’ নামে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার নূর-২ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। খবর-পার্সটুডের।
এটিকে কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক-রকেট ‘কাসেদ’। ‘কাসেদ’ অর্থ বার্তাবাহক। এটিকে পৃথিবীর কাছাকাছি কক্ষপথে সাফল্যের সঙ্গে স্থাপন করা সম্ভব হয়েছে।
২০২০ সালের ২২ এপ্রিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথে ‘নূর-১’ স্যাটেলাইট স্থাপন করে। ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমি দাশতে কাভির থেকে নূর উপগ্রহকে নিক্ষেপ করা হয়। এটিকেও কক্ষপথ পর্যন্ত বহন করেছিল ইরানের বাহক-রকেট কাসেদ।
ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট ‘নূর-১’ সঠিকভাবে কাজ করছে বলে জানিয়েছে আইআরজিসি। তারা বলেছে, নূর-১ পৃথিবীতে নিয়মিত ডেটা পাঠাচ্ছে।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply