https://channelgbangla.com
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি অ্যারোস্পের ব্রিগেডের ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, ভূগর্ভস্থ যে ড্রোন-ঘাঁটি উন্মোচন করা হয়েছে সেখান থেকে একসঙ্গে ৬০টি ড্রোন উৎক্ষেপণ করা সম্ভব।
গতকাল (শনিবার} ভূগর্ভস্থ দুটি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন ঘাটি উন্মোচনের অনুষ্ঠানে জেনারেল হাজিজাদে এ কথা বলেন। ইরানের সুউচ্চ পার্বত্যাঞ্চলের কেন্দ্রস্থলে এই ঘাঁটি নির্মাণ করা হয়েছে।
জেনারেল হাজিজাদেহ বলেন ইরানের এসব ড্রোনের পাল্লা অনেক দীর্ঘ হওয়ায় তাদের জন্য লক্ষ্যবস্তুর কোনো সীমাবদ্ধতা নেই অর্থাৎ একই সঙ্গে এ সমস্ত ড্রোন অনেকগুলো লক্ষ্যবস্তুর ওপর হামল চালাবে। আইআরজিসি’র কমান্ডার আরও জানান, “আমরা শত্রুর যেকোনো লক্ষ্যবস্তু হামলা চালাতে পারি।”
এর আগে আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এসব ঘাঁটি উন্মোচন করেন। এসব ঘাঁটিতে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। ভূগর্ভস্থ এই ঘাঁটিতে এমন শক্তিশালী ড্রোন রয়েছে যার শত্রুর রাডার এবং প্রতিরক্ষা নেটওয়ার্কের ভেতরে ঢুকে পড়তে পারে। এসব ড্রোনের পাল্লা ২০০০ কিলোমিটার।
জেনারেল হাজিজাদেহ তার বক্তৃতায় আরো বলেন, আইআরজিসি অ্যারোস্পেস তার ক্ষেপণাস্ত্র শক্তি ছয় থেকে সাত গুণ বাড়িয়েছে এবং ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য প্রস্তুতির সময়ও অনেক কমিয়ে এনেছে।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply