https://channelgbangla.com
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ জিতলেই আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র ৩টিতে। ভারতের দেরাদুনে খেলা তিন ম্যাচের সিরিজে সবগুলোতেই হেরে হতে হয়েছিল হোয়াইটওয়াশ।
এবার নিজেদের মাঠে দুই ম্যাচের সিরিজে জয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে জিতে বাংলাদেশ এগিয়ে আছে ১-০তে। আজ জিতলেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।
ফিট হয়ে ওঠায় বাংলাদেশের একাদশে সুযোগ পেয়েছেন মুশফিকুর রহিম, বাংলাদেশের হয়ে যিনি খেলবেন নিজের শততম টি-টোয়েন্টি। বিশ্বকাপের পর এবারই প্রথম একাদশে আছেন মুশফিক। মুশফিক ফেরায় জায়গা হারিয়েছেন ইয়াসির আলী চৌধুরী।
একনজরে বাংলাদেশ দলের একাদশ
মুনিম শাহরিয়ার, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply