https://channelgbangla.com
পেশোয়ার (পাকিস্তান), ৪ মার্চ, ২০২২ (বাসস ডেস্ক): পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীর একটি শিয়া মসজিদে বিস্ফোরণে অন্তত ৩০ জনের প্রাণহানী ঘটেছে। এ ঘটনায় আরো ৫৬ ব্যক্তি আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানিয়েছে, রাজধানী ইসলামাবাদের প্রায় ১৯০ কিলোমিটার পশ্চিমে পেশোয়ারের কোচা রিসালদার এলাকায় শুক্রবার জুম্মার নামাজের কিছুক্ষণ আগে এ বিস্ফোরণ ঘটে। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শী জাহিদ খান বলেন, আমি একজন লোককে মসজিদে ঢোকার আগে দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি করতে দেখেছি। কয়েক সেকেন্ড পরে আমি একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট টেস্ট ম্যাচের প্রথম দিনে এ ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান ক্রিকেট দল নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিগত ২৫ বছর দেশটি সফর করেনি।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম খান জানান, ৩০ জনের প্রাণহানি মৃত্যু ঘটেছে এবং হাসপাতালগুলি জরুরি অবস্থা ঘোষণা করেছে
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply