https://channelgbangla.com
রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় কাঁপলো ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। মঙ্গলবার দুপুরে শহরটি প্রশাসনিক ভবনের সামনে এ বিস্ফোরণে নিহত হয়েছেন অনেকে। নিহতদের মধ্যে ভারতের উত্তর কর্ণাটকের এক শিক্ষার্থীও রয়েছেন। খবর আনন্দবাজার অনলাইনের।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের প্রাবল্যে ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। তার একটু পরই একাধিক মৃত্যুর খবর দিয়েছে ইউক্রেন প্রশাসন। তাদের দাবি, চারদিক থেকে ইউক্রেনকে আক্রমণ করা রুশ সেনার লক্ষ্য এখন দেশের প্রশাসনিক ভবনগুলো। একে একে সরকারি ভবনে হামলা করতে করতে এগিয়ে যাচ্ছে তারা।
নিহত ভারতীয় শিক্ষার্থীর এক বন্ধু জানাচ্ছেন, খাবার আনতে বেরিয়ে ছিল তার বন্ধু। বাকিরা হোস্টেলে থাকলেও নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর নামেও ওই শিক্ষার্থী ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। ওই ফ্ল্যাটটি ঠিক গভর্নর হাউসের পেছনে। সেখানেই হামলা করেছে রুশ সেনা।
এ হামলায় ঠিক কতোজন নিহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। বিবিসির খবরে বলা হয়, এ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
জিবাংলা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেইজে লাইক দিয়ে ফলো করুন ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে Gbangla Tv অ্যাপস ডাউনলোড করে উপভোগ করুন বিনোদনমূলক অনুষ্ঠান।
Leave a Reply